অবৈধ বোরিং বন্ধ করা এবং পর্যাপ্ত পানীয় জলের দাবিতে পুর নিগমে স্মারকলিপি

অবৈধ বোরিং বন্ধ করা এবং পর্যাপ্ত পানীয় জলের দাবিতে পুর নিগমে স্মারকলিপি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুর নিগমের ১৩, ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে অবৈধ বোরিং চলছে। এর জেরে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে। অবিলম্বে অবৈধ বোরিং বন্ধ করা এবং এলাকায় পানীয় জল সরবরাহের সময় সীমা বৃদ্ধি ও রাস্তার টাইম কলের সংস্কারের দাবিতে ভূমি রক্ষা কমিটি মঙ্গলবার পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেয়। এর আগে অবৈধ বোরিং এর বিরুদ্ধে মহকুমাশাসককে অভিযোগ জানিয়েছিল কমিটি। প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পুরসভার পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তারপরে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে কমিটির অভিযোগ। 

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

কমিটির তরফে জানানো হয়েছে, ৩৫ নম্বর ওয়ার্ডের গোপালমাঠ, ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোড এবং ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট – এই বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমানে জল সরবরাহ অনিয়মিত ও প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এর ফলে মানুষের দুর্ভোগ বেড়েছে। এছাড়াও, এলাকায় বহু টাইম কল ভেঙে গিয়েছে বা অকার্যকর অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে এদের কোনওরকম সংস্কার হয়নি। গোপালমাঠের বাইরের দিকে একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান বেআইনিভাবে ভূগর্ভস্থ জল বোরিং করে উত্তোলন করছে। এর ফলে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে। বৈধ সংযোগ নিয়ে জল কর দিয়েও অনেকে পর্যাপ্ত জল পাচ্ছেন না। পুর নিগমের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Published By
error: Content is protected !!