জামাই ষষ্ঠীতে জামাই আদরে পূজিত হল বটবৃক্ষ, কেন? এ কিসের সংকেত?

জামাই ষষ্ঠীতে জামাই আদরে পূজিত হল বটবৃক্ষ, কেন? এ কিসের সংকেত?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জামাই ষষ্ঠীতে জামাই আদর করে বটবৃক্ষ পুজো করা হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসা ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দারায়। গাছে সুতো বেঁধে, পথ চলতি মানুষকে মিষ্টি খাইয়ে গাছ বাঁচানোর বার্তা দেওয়া হল। জামাইষষ্ঠীতে গাছ বাঁচাতে‌ এমন অভিনব উদ্যোগ নিলেন পরিবেশপ্রেমী অশোক রায় এবং মহিলা পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়। এই উদ্যোগকে বাহবা দিচ্ছেন এলাকার মানুষ।

রবিবার পালিত হচ্ছে জামাই ষষ্ঠী। শ্বশুরবাড়িতে জামাইকে আদরের পাশাপাশি আয়োজন করা হচ্ছে ভুড়িভোজের। তবে, দুর্গাপুরের কাঁকসার মলানদিঘীর আকন্দারায় দেখা গেল ব্যাতিক্রমী চিত্র। এলাকার পরিবেশপ্রেমী অশোক রায় এলাকার পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে নামলেন গাছ বাঁচানোর বার্তা নিয়ে। সঙ্গে ছিল এলাকার শিশু, কিশোররাও।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

অশোকবাবু বলেন, “বট গাছ ছায়া দেয়, প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, পাখিদের খাবার দেয়। আমরা সেইজন্য বটগাছ পুজো করলাম। আমি প্রার্থনা করলাম, পাখিদের খাবার দাও, অক্সিজেন দাও। আমি এলাকার শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে এখনও পর্যন্ত প্রায় চার হাজার দেশীয় বৃক্ষ রোপণ করেছি। পাখিদের বাসস্থান তৈরি করি। মাঝে মধ্যে সাইকেলে করে পাড়ায় পাড়ায় পরিবেশ বিষয়ক সচেতনতার বার্তা প্রচার করি। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্য।”

পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায় বলেন, “জঙ্গলে যেভাবে আগুন লাগছে, তাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে বন্যপ্রাণীদের। অনেক মানুষ বোঝে না। প্রতিনিয়ত আমরা সচেতন করছি। তবে আরও সচেতনতা বাড়ানো দরকার। জামাইষষ্ঠীর দিন বটগাছকে মা ষষ্ঠী রূপে পুজো করলাম। তারপর পথ চলতি মানুষদের প্রসাদ খাওয়ালাম। তাঁদের বার্তা দিলাম গাছ লাগানোর।” সুব্রত ঘোষ নামের এক বাইক চালক বলেন, “আজকের এই উদ্যোগ অভাবনীয়। আমরাও এই কর্মযজ্ঞে সামিল হচ্ছি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
জামাই ষষ্ঠীতে জামাই আদরে পূজিত হল বটবৃক্ষ, কেন? এ কিসের সংকেত?
News
জামাই ষষ্ঠীতে জামাই আদরে পূজিত হল বটবৃক্ষ, কেন? এ কিসের সংকেত?
:
গাছে সুতো বেঁধে, পথ চলতি মানুষকে মিষ্টি খাইয়ে গাছ বাঁচানোর বার্তা দেওয়া হল। জামাইষষ্ঠীতে গাছ বাঁচাতে‌ এমন অভিনব উদ্যোগ নিলেন পরিবেশপ্রেমী অশোক রায় এবং পঞ্চায়েত সদস্য সুনীতি চট্টোপাধ্যায়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!