বিধায়কের উদ্যোগে রুখু সুখু খনি অঞ্চল ভরে উঠছে সবুজে

পান্ডবেশ্বর: রুখু সুখু খনি অঞ্চল। এখানে চাষ হয় না। এমনটাই ধারণা ছিল স্থানীয়দের। কিন্তু বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী একটু অন্যরকম ভেবেছিলেন। এলাকার সব চাষিদের একত্র করে গড়ে তোলেন কৃষি সমবায়। খোলা হয় ‘ফার্মার্স ক্লাব’। নিঃশব্দে রুক্ষ্ম জমি ভরে উঠতে থাকে সবুজে। এভাবেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পান্ডবেশ্বরে সবুজ বিপ্লব নিয়ে এসেছেন সেখানকার বিধায়ক।
শনিবার কৃষি সমবায়ের বর্ষপূর্তি উপলক্ষে মহাল গ্রামের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেন স্থানীয় চাষিরা। সেখানেই স্মৃতিচারণ করেন বিধায়ক। সেচের জলের অভাব পূরণে দুটি পুকুর কাটা হয়েছে। সৌর বিদ্যুৎ চালিত তিনটি সাবমার্শিবল পাম্প বসানো হয়েছে। আড়াইশো বিঘা জমিতে গম চাষ হয়েছে। এদিনের অনুষ্ঠানে চাষিরা তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষি সামগ্রী প্রদর্শন করেন। বিধায়ক পান্ডবেশ্বর ব্লকের বিভিন্ন এলাকার চাষিদের হাতে সম্মাননা পত্র তুলে দেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিধায়ক বলেন, “আমার বিধানসভায় চাষিদের নিয়ে ফার্মার্স ক্লাব খোলার স্বপ্ন ছিল দীর্ঘদিনের। আমি প্রমাণ করে দিতে চেয়েছিলাম, খনি অঞ্চল হলেও এখানে চাষ হওয়া সম্ভব। যা থেকে উপকৃত হবেন স্থানীয় চাষিরা। আমার স্বপ্ন সফল করতে আমার ডাকে সাড়া দেন চাষিরা। আজ সবুজে ভরে উঠেছে এলাকা।” চাষি শেখ বাপি বলেন, “আমাদের স্বপ্ন পূরণ করেছেন বিধায়ক। কৃষি সমবায় গঠনের ফলে পান্ডবেশ্বরের সব চাষি উপকৃত হয়েছেন। প্রায় ৬০০ বিঘা জমিতে চাষ হচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
