বৃহস্পতিবার থেকে শহরে স্বাভাবিক হবে মিনিবাস ও অটো পরিষেবা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার থেকে বেআইনি টোটো বন্ধের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর মহকুমায় মিনিবাস ও অটো ধর্মঘট শুরু হয়। এর ফলে সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্রছাত্রী, মহিলা, বৃদ্ধ বৃদ্ধা থেকে অসুস্থ রোগী সবাই অসুবিধার সম্মুখীন হন। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে অবিলম্বে পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়ে বুধবার মহকুমা শাসকের দফতর অভিযান কর্মসূচি নেয় কংগ্রেস। সেখানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে।
এরপরেই মিনিবাস মালিকদের সংগঠনকে বৈঠকে ডাকে প্রশাসন। প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে মিনিবাস মালিকদের সংগঠনের তরফে জানানো হয়, অবৈধ টোটো নিয়ন্ত্রণে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি। ফলে সুরাহা কিছু হল না। তবে প্রান্তিকায় নিজেদের মধ্যে বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে মিনিবাস মালিকদের সংগঠনের তরফে অলোক চট্টাপাধ্যায় জানান। সেই বৈঠকের পরে অলোকবাবু জানান, প্রশাসনের বৈঠক নিয়ে অসন্তোষ সত্বেও শেষ পর্যন্ত সাধারণ মানুষের সমস্যার কথা ভেবে মানবিক দিক থেকে ফের পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, বৃহস্পতিবার থেকে ফের শহরে চালু হচ্ছে মিনিবাস ও অটো পরিষেবা।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তবে অলকবাবু বলেছেন, “প্রশাসনের আশ্বাসে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও, শহরের মানুষকে ভোগান্তির হাত থেকে রেহাই দিতে পরিষেবা শুরু করছি। দুর্গাপুজোর পরেও যদি একই পরিস্থিতি থাকে তাহলে আঞ্চলিক পরিবহণ আধিকারিকের কাছে আমাদের পারমিট সমর্পণ করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।” প্রশাসন এই সহযোগিতার মনোভাবে খুশি। ট্রাফিক বিভাগের এসিপি রাজকুমার মালাকার বলেন, “অবৈধ যান নিয়ন্ত্রণে কড়া নজরদারি শুরু হবে। সব পক্ষকে নিয়ে আমরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করব।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
