পুরভোট কবে হবে দুর্গাপুরে? দায় এড়ালেন মন্ত্রী ফিরহাদ, কটাক্ষ বিজেপির

পুরভোট কবে হবে দুর্গাপুরে? দায় এড়ালেন মন্ত্রী ফিরহাদ, কটাক্ষ বিজেপির
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর পুরনিগমে কেন নির্বাচন হচ্ছে না, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেই দায় চাপালেন রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে। বুধবার দুর্গাপুরে এসে তিনি সাফ বলে দেন, “কেন নির্বাচন হচ্ছে না, তা বলতে পারবে একমাত্র রাজ্য নির্বাচন কমিশন।” যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সংস্কার হওয়া ভবন উদ্বোধন করেন তিনি। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

দুর্গাপুর পুরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ৩ বছর আগে। তারপরেও এখানে ভোট হচ্ছে না। ফলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে নিত্যদিনের ছোটখাটো কাজ, সব কিছুতেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এদিন পুর নিগমে দলীয় নেতৃত্বকে তিনি মনে করিয়ে দেন, “এক বছরের মধ্যে বিধানসভার ভোট। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের গ্লানি মোছার সুযোগ আপনাদের সামনে।” বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “২০১৭ সালের ভোটে লুটের কথা মানুষ ভুলে যায়নি। বিধানসভা ও লোকসভায় দুর্গাপুরের মানুষ তার জবাব দিয়েছে। পরের ভোটেও ফের তৃণমূল জবাব পাবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
পুরভোট কবে হবে দুর্গাপুরে? দায় এড়ালেন মন্ত্রী ফিরহাদ, কটাক্ষ বিজেপির
News
পুরভোট কবে হবে দুর্গাপুরে? দায় এড়ালেন মন্ত্রী ফিরহাদ, কটাক্ষ বিজেপির
:
দুর্গাপুর পুরনিগমের বোর্ডের মেয়াদ শেষ হয়েছে ৩ বছর আগে। তারপরেও এখানে ভোট হচ্ছে না। ফলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে নিত্যদিনের ছোটখাটো কাজ, সব কিছুতেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
Published By
error: Content is protected !!