দুর্গাপুর: বিজেপির দুর্গাপুজোয় হাজির রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার! সেই পুজোর উদ্বোধন করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিলোত্তমার বিচার চেয়ে বিশাল বিশাল পোস্টার রয়েছে পুজো মন্ডপ জুড়ে। তেমন পুজোয় রাজ্যের মন্ত্রী সপারিষদ হাজির! স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে বিতর্ক।
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন মাঠে দুর্গাপুজো হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে পুজোর আয়োজন করা হলেও পুজোর মূল উদ্যোক্তা বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। সেই দুর্গাপুজোয় দশমীর সন্ধ্যায় হাজির হলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, জেলা আইএনটিটিউসির কোর কমিটির সদস্য ও দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মন্ডপে প্রদীপ মজুমদারের জানান, “বিধায়ক আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণ রক্ষা করলাম। পুজোতে কোনও রাজনীতি নয়।” বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান, “আমন্ত্রণ জানিয়েছিলাম। আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁরা এসেছেন। খুব খুশি হয়েছি। আমরা তিলোত্তমার বিচারের দাবিতে যাঁরা আন্দোলন শুরু করেছিলাম, মন্ত্রী আসায় তা সার্থক রূপ পেয়েছে। তবে এর মধ্যে কোনও রাজনীতি নেই। একেবারেই সৌজন্যমূলক।” যদিও বিতর্কের জবাবে মন্ত্রী দাবি করেন, সামনে অন্য একটি পুজো মন্ডপের জন্য তাঁদের পুজো মন্ডপ সমস্যা হচ্ছে, বিজেপি বিধায়কের কাছে এমন অভিযোগ পেয়ে তাঁরা দেখতে গিয়েছিলেন। তখন মাতৃমূর্তি দর্শন করেন। এর বেশি কিছু নয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।