Accident. বিরাট দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মন্ত্রী প্রদীপ মজুমদার

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি দুর্ঘটনার কবলে
দুর্গাপুর দর্পণ ডেস্ক: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর থেকে কলকাতা যাচ্ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। হাওড়ার ডোমজুড়ের কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তুবড়ে যায় গাড়ির পিছনের অংশ। বিরাট ঝাঁকুনিতে কেঁপে ওঠেন মন্ত্রী। মুম্বাই রোডে পিছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। মন্ত্রীর চোট লাগেনি। তিনি সুস্থ আছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে। এরপর সেটি ধাক্কা মারে মন্ত্রীর গাড়িতে। বাইকটি ট্রাকের তলায় ঢুকে যায়। মন্ত্রীর গাড়ির পিছনের অংশ দুমড়ে যায়। মন্ত্রীর গাড়ির চালক কোনও রকমে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে নেন। আচমকা দুর্ঘটনার মুখে পড়ে কার্যত হতবিহ্বল হয়ে পড়েন মন্ত্রী। তিনি গাড়ি থেকে নেমে আসেন মুম্বই রোডে। জানা গিয়েছে, দুর্ঘটনায় মন্ত্রীর আঘাত লাগেনি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী ট্রাকের চালককে ধরে ফেলেন। সে মদ্যপ অবস্থায় ছিল। খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিশ এসে চালককে আটক করে নিয়ে যায়। ট্রাকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। মন্ত্রী এদিন সকাল ১০টা নাগাদ দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর দেড়টা নাগাদ ডোমজুড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
