মরণোত্তর দেহ দান ও চক্ষু দান করে নজির গড়ল দুর্গাপুরের এক সংখ্যালঘু পরিবার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সগরভাঙ্গার বাসিন্দা উর্মিলা খান মিদ্দা (৬৫) শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হন দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ২৫ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইচ্ছানুসারে তাঁর দেহ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আচার্য্য সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় ২৬ এপ্রিল আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি কর্নিয়া জোড়া সংগ্রহ করে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর দুই মেয়ে আমিনা খান এবং শামীমা মৈত্র মায়ের শেষ ইচ্ছেপূরণ করে জানান, তাঁরা এজন্য গর্বিত। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দুর্গাপুর কেন্দ্রের সম্পাদক দেবব্রত চৌধুরী ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, মৃত্যুর পর দেহদান ধারাবাহিক প্রচারের ফলে ক্রমশ জনপ্রিয় হচ্ছে দুর্গাপুরে। অনেক মানুষ উৎসাহ নিয়ে এগিয়ে আসছেন। উর্মিলা খান মিদ্দার প্রতি আমাদের শ্রদ্ধা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

