কালী মন্দিরের তালা ভেঙে লুঠ করল দুষ্কৃতীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কালী মন্দিরের তালা ভেঙে লুঠ করল দুষ্কৃতীরা। প্রতিমার গায়ের সোনা, রুপোর গয়না খুলে নিয়েছে, প্রণামী বাক্সের টাকা বের করে ফাঁকা বাক্স ফেলে দিয়ে পালিয়েছে তারা। মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ধুনরা প্লটের কালী মন্দিরে চুরির ঘটনাটি ঘটে। বুধবার সকালে জানাজানি হতেই ভিড় জমে যায় মন্দির চত্বরে। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত শুরু করে।
বুধবার সকালে পুজো করতে এসে মন্দিরের অবস্থা দেখে হতবাক হয়ে যান পুরোহিত। এই ঘটনা জানাজানি হতেই চরম শোরগোল পড়ে যায় এলাকায়। দুর্গাপুর থানার পুলিশ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই কালী মন্দিরে প্রতিদিন ভক্তদের আনাগোনা হয়। পুজোপাঠ চলে। মঙ্গলবার রাতে মন্দির বন্ধ করা হয়। অন্যান্য দিনের মতো বুধবার সকালে পুরোহিত এসে দেখেন মন্দিরের দরজার তালা ভাঙা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুরোহিতের কাছে খবর পেয়ে স্থানীয়রা মন্দিরের ভিতরে ঢুকে দেখেন প্রতিমার সোনা, রুপোর অলংকার নেই। কিছুটা দূরে ঝোপের মধ্যে পড়ে আছে প্রণামী বাক্স। বাক্স তুলে দেখা যায়, ভিতরে টাকা পয়সা নেই। পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। স্থানীয়রা বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের ধরা হোক। মায়ের অলংকার ও নগদ টাকা উদ্ধার করা হোক।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

