দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আলো নিভিয়ে সিটুর কার্যালয়ে তান্ডব। শহিদ বেদীতে থাকা দলীয় পতাকা মাটিতে ফেলে পতাকা তোলার পাইপ চুরি করে নিয়ে পালায় দুষ্কতীরা। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে শোরগোল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বিদ্যাসাগর এভিনিউয়ে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। দুর্গাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
সিটু অনুমোদিত হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অফিস রয়েছে বিদ্যাসাগর এভিনিউয়ে। ইউনিয়নের সাধারণ সম্পাদক ললিত মিশ্র অভিযোগ করে বলেন, “সোমবার সকালে এসে দেখি, দুই দিকের দুটি স্ট্রিট লাইট বন্ধ করা ছিল। কার্যালয়ের চতুর্দিকে পড়ে রয়েছে দলীয় পতাকা। শহিদ বেদীর পতাকা উত্তোলনের পাইপ চুরি হয়ে গিয়েছে। এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে। রাজ্যজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে তৃণমূল। দুর্গাপুরের তৃণমূলের নেতৃত্বে এই কাজ হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করেছি। বিচার চাইছি।”
অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন, “এই ধরণের ঘটনা নিন্দনীয়। কোনও রাজনৈতিক সচেতন মানুষ এই কাজ করতে পারে না। এই ধরণের কাজ তৃণমূল কোন দিনই করে না। সিপিএম অযথা তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।