দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিজেপির ডাকা বনধের দিনে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে আর জি কর কান্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল ডিওয়াইএফআই। একই সময় সিটি সেন্টারে বনধের বিরুদ্ধে মিছিল ছিল তৃণমূলেরও। দুর্গাপুর নগর নিগমের পাশ হয়ে যখন মিছিলটি যাচ্ছিল তখন তৃণমূলের কর্মীদের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের বচসা শুরু হয়।
এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। হাতাহাতি, ইট বৃষ্টির জেরে জখম হন বহু ডিওয়াইএফআই কর্মী। বোমাবাজি, ভাঙচুর করা হয় সিপিএমের দলীয় কার্যালয় বিমল দাশগুপ্ত ভবনে। একের পর এক বোমা ফাটতে থাকে এলাকা জুড়ে। উত্তপ্ত হয়ে ওঠে সিটি সেন্টার এলাকা। ডিওয়াইএফআই নেতা রোহন শর্মা অভিযোগ করে বলেন, “আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল হচ্ছিল। তখন তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করে। বহু মহিলা কর্মী সহ অনেকে জখম হয়েছেন।” জানা গিয়েছে, জেলা কমিটির সদস্য সহ ডিওয়াইএফআই এর মোট ২১ জন জখম হয়েছেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
পাল্টা তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন, “আমাদের কর্মীদের উপর হামলা চালায় বিজেপি ও সিপিএম। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের ১০ জন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।