শত্রু দেশের চোখে ধুলো! এবার চলন্ত ট্রেন থেকেই ছোড়া হল ক্ষেপণাস্ত্র

চাঁদিপুরে সফল অগ্নি প্রাইম টেস্ট
দুর্গাপুর দর্পণ ডেস্ক: বৃহস্পতিবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয়েছে ওড়িশার চাঁদিপুর থেকে। ‘অগ্নি প্রাইম’ হল ‘নেক্সট জেনারেশন’ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রকে ট্রেন থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকেও সহজেই নিশানা বানাতে পারে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ট্রেনের সঙ্গে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা জুড়ে যাওয়ায় এখন থেকে রেললাইন দিয়েই দেশের যে কোনও জায়গায় এই ব্যবস্থাকে নিয়ে যাওয়া যাবে। ফলে দেশের যে কোনও জায়গা থেকে শত্রু দেশকে টার্গেট করা যাবে। একই সঙ্গে লঞ্চিং ব্যবস্থা ট্রেনের সঙ্গে জুড়ে নিয়ে যাওয়ার ফলে শত্রুরা টেরও পাবে না। কারণ, সেটি দেখতে মালগাড়ির বগির মতো। তাছাড়া চলন্ত অবস্থাতেই ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে টার্গেট লক্ষ্য করে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
