রহস্যজনক ভাবে জঙ্গলে উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর ঝুলন্ত দেহ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: জঙ্গলের মধ্যে গাছ থেকে ঝুলছে দেহ। পাশে পড়ে আছে বাইক। রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কাঁকসার জামডোবায়। কাঁকসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিধান প্রামানিক (৪৪)। বাড়ি কাঁকসার দোমড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই কসমেটিক্সের দোকান রয়েছে বিধান প্রামাণিকের। বৃহস্পতিবার বিকেলে মেয়েকে বলেন, একটু কাজের জন্য বাইরে যাচ্ছেন। মেয়েকে দোকানে বসতে বলেন। এরপর বাইক নিয়ে বেরিয়ে যান। রাতে বাড়ি ফেরেননি। চিন্তিত হয়ে পড়েন পরিবারের সবাই। শুক্রবার সকালেও ফেরেননি তিনি। দুশ্চিন্তা আরও বাড়তে থাকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বেলা বাড়তে বাড়িতে খবর আসে, জামডোবার জঙ্গলে বিধানবাবুর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া গিয়েছে। পাশেই পড়ে রয়েছে তাঁর বাইক। ঘটনার খবর পেয়ে পৌছায় কাঁকসা থানার মালানদিঘি ফাঁড়ির পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। তাঁর দাদা বামাপদ প্রামানিক বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নিখোঁজ ছিল ভাই। আমরা খুব চিন্তিত ছিলাম। আজ জঙ্গল থেকে দেহ উদ্ধার হল। কী কারণে মৃত্যু, আমরা বুঝে উঠতে পারছি না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

