এক তৃতীয়াংশ খরচে মলদ্বার ক্যান্সারের রোগীকে ক্যান্সারমুক্ত করে তুলল মিশন হাসপাতাল

এক তৃতীয়াংশ খরচে মলদ্বার ক্যান্সারের রোগীকে ক্যান্সারমুক্ত করে তুলল মিশন হাসপাতাল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মলদ্বার ক্যান্সার (Rectal cancer) বিশ্বব্যাপী সবচেয়ে ভয়ঙ্কর ক্যান্সারগুলির মধ্যে একটি। রোগ হিসেবে এটি শরীরকে ধ্বংস করে। আবার, রোগীকে সুস্থ করে তুলতে যে চিকিৎসার পদ্ধতির সাহায্য নেওয়া হয়, তা রোগীর মানসিক সুস্থতার উপরও প্রভাব ফেলতে পারে। অর্থাৎ, সব রকম ভাবে রোগীর ক্ষতি করতে পারে এই মারণ রোগ।

আগে মলদ্বার ক্যান্সার থেকে রোগীকে বাঁচাতে স্থায়ী কোলস্টোমি করে, মলদ্বার সম্পূর্ণ অপসারণ করতে হত। তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সুবাদে এখন ULAR চিকিৎসা পদ্ধতি এসেছে। এই পদ্ধতিতে কোলস্টোমি ছাড়া মলদ্বার অটুট রেখে অস্ত্রোপচার করা যায়। এর ফলে রোগী শারীরিক ও মানসিক ভাবে সুস্থ জীবনযাপন করতে পারেন।

উপর্যুপরি মলদ্বারে ফিসচুলায় আক্রান্ত ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে কিছুদিন আগে আনা হয় পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের মিশন হাসপাতালে (Mission Hospital)। তার আগে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তাঁর একাধিকবার অস্ত্রোপচার করা হয়। তাঁর মলদ্বার ক্যান্সার ধরা পড়ে। সেখানকার চিকিৎসক তাঁকে মলদ্বার অপসারণ করে, পেটের সামনের অংশে স্থায়ী স্টোমা-র (মল নির্গমনের জন্য খোলা অংশ) ব্যবস্থা করে দেবেন বলে জানান। কিন্তু রোগী মলদ্বার অটুট রেখে অস্ত্রোপচার করতে চাইছিলেন। চেন্নাই ও কলকাতার বিভিন্ন হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত তিনি মিশন হাসপাতালে আসেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

মিশন হাসপাতালের সার্জিক্যাল অনকোলজিস্ট এবং রোবোটিক সার্জন ডাঃ অর্ণব চক্রবর্তীর নেতৃত্বে ক্যান্সার সার্জারি টিম তাঁর মলদ্বার অটুট রেখে একটি বিরল এবং জটিল অস্ত্রোপচার সম্পন্ন করে। এরপর ছয় পর্যায়ের অ্যাডজুভেন্ট কেমোথেরাপি (adjuvant chemotherapy) এবং টিউমার রিভার্সাল সার্জারি করা হয়। এখন তিনি সম্পূর্ণ রূপে ক্যান্সারমুক্ত এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। ডাঃ অর্ণব চক্রবর্তী বলেন, “চেন্নাই এবং কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে যা বলা হয়েছিল তার এক-তৃতীয়াংশ খরচে মিশন হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়।” সাম্প্রতিক তথ্য বলছে, মলদ্বার ও কোলন ক্যান্সার পুরুষ ও মহিলা নির্বিশেষে মারণঘাতী রোগ হিসাবে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে। ভারতে বর্তমানে কোলন ক্যান্সারের রোগীর মোট সংখ্যা ৯০ হাজারের বেশি বলে অনুমান। সুতরাং সচেতন থাকুন আপনিও! ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
এক তৃতীয়াংশ খরচে প্রাণঘাতী মলদ্বার ক্যান্সারের রোগীকে ক্যান্সারমুক্ত করে তুলল মিশন হাসপাতাল
News
এক তৃতীয়াংশ খরচে প্রাণঘাতী মলদ্বার ক্যান্সারের রোগীকে ক্যান্সারমুক্ত করে তুলল মিশন হাসপাতাল
:
ডাঃ অর্ণব চক্রবর্তী বলেন, "চেন্নাই এবং কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে যা বলা হয়েছিল তার এক-তৃতীয়াংশ খরচে মিশন হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হয়।"
Published By
Durgapur Darpan
error: Content is protected !!