মিঠুনের কর্মী সভায় বাজছে, ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’! তীব্র কটাক্ষ তৃণমূলের

মিঠুনের কর্মী সভায় বাজছে, ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’! তীব্র কটাক্ষ তৃণমূলের
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বিজেপির কর্মীসভায় যোগ দেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁর আসার অনেক আগে থেকেই কর্মীরা সমবেত হন। স্পিকারে গান বাজছিল। হঠাৎ বাজতে শুরু করে, ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’ গানটি। যা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। বিজেপির কর্মীসভার মঞ্চে বাজছে নেশার গান! গত বিধানসভা নির্বাচনে দল হোঁচট খেয়েছে। এবার তো উল্টে পড়ে যাবে মনে হচ্ছে। পাল্টা, তৃণমূলকে নিজের চরকায় তেল দিতে বলছে বিজেপি।

ডিএসপি টাউনশিপের নেতাজী ভবনে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কর্মীদের নিয়ে সভার আয়োজন করা হয় এদিন। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্য, রাজ্য ও জেলা মোর্চা পদাধিকারী, মন্ডল সভাপতি সহ মন্ডল পদাধিকারী, শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতি, প্রাক্তন মন্ডল সভাপতি, সেল ও ডিপার্টমেন্টের কনভেনার ও কো কনভেনাররা।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

এদিন সেখানে বাজতে শুরু করে ১৯৯৩ সালের মিঠুন অভিনীত বলিউড ছবি ‘ফুল অউর অঙ্গার’-এর গান, ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’। সিনেমায় রাগ-হতাশায় ডুবে নায়কের নেশায় হারিয়ে যাওয়ার মুহূর্ত ফুটে উঠেছিল এই গানে। তবে কর্মীসভার মঞ্চে এই গান বাজতেই চড়ে গেল রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “দল তো আগেই হোঁচট খাচ্ছিল। এবার এই গান শুনে পুরো দুলে যাবে।” তিনি আরও যোগ করেন, “রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা।” পাল্টা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, “গান মানেই নেশা নয়। এটি শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কী করছেন, সেটা সবাই দেখছেন। এখানে, তৃণমূল গানেও রাজনীতি খুঁজে পাচ্ছে। তৃণমূল নিজের চরকায় তেল দিক।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
স্পিকারে গান বাজছিল। হঠাৎ বাজতে শুরু করে, 'মুঝকো পিনা হ্যায় পিনে দো' গানটি। যা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। বিজেপির কর্মীসভার মঞ্চে বাজছে নেশার গান!
News
স্পিকারে গান বাজছিল। হঠাৎ বাজতে শুরু করে, 'মুঝকো পিনা হ্যায় পিনে দো' গানটি। যা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। বিজেপির কর্মীসভার মঞ্চে বাজছে নেশার গান!
:
তিনি ঢুকতেই স্পিকারে বাজতে শুরু করে, 'মুঝকো পিনা হে পিনে দো' গানটি। যা নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। বিজেপির কর্মীসভার মঞ্চে বাজছে নেশার গান!
Published By
error: Content is protected !!