দুর্গাপুর: পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনায় মহালয়ার দিন সকাল থেকেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন বিসর্জন ঘাটে পিতৃপুরুষকে তর্পণ করার জন্য বিসর্জন ঘাটে মানুষের ভিড় উপচে পড়ে। দুর্গাপুরের দামোদর নদের বিসর্জন ঘাটে এদিন সৌজন্যের ছবি দেখলেন দুর্গাপুরবাসী। রাজনীতির বিবাদ ছেড়ে একই ঘাটে তর্পন করলেন দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল ও দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই।
দু’জনেই একসঙ্গে তর্পণ করলেন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক বলেন, “আরজি করে নির্যাতিতার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তির প্রার্থনা করলাম। পিতৃ পুরুষের স্মৃতিচারণা করে জল দিলাম। মায়ের কাছে দুর্গাপুরের শ্রীবৃদ্ধি প্রার্থনা করলাম। পুজো সবার। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়েছি। কিছু গরিব দুস্থ মানুষকে নতুন বস্ত্র বিতরণ করলাম আমরা।” দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক বলেন, “আজকের দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তর্পনের মাধ্যমে পিতৃ পুরুষ, মুনি ঋষি আর দেব দেবীদের শ্রদ্ধা জানিয়ে তর্পণ করলাম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।