দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ২৫ মে ২০২৪: কেন্দ্রীয় বাহিনীর চাপে মোবাইল জমা রেখে, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হল। বেজায় ক্ষুব্ধ বাঁকুড়ার (Bankura) বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুললেন তিনি।
সকালে বাঁকুড়ার বড়জোড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে ৬২নং বুথে ভোট দিতে যান অলোক। কেন্দ্রীয় বাহিনী জানায়, মোবাইল রেখে ও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হবে। অলোক বলেন, মোদির কুক্ষিগত নির্বাচন কমিশনার। অমিত শাহের কুক্ষিগত কেন্দ্রীয় বাহিনী। মমতার সরকার যাতে কেন্দ্রে না আসতে পারে তাই ওদের এই অতি সক্রিয়তা। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ টাকার থলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে ধরতে তাড়া করছে পুলিশ।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।