সিটি সেন্টারে চালু হল আধুনিক মাছ বাজার

সিটি সেন্টারে চালু হল আধুনিক মাছ বাজার
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মৎস্যপ্রেমীদের জন্য দারুণ সুখবর! এবার আর খোলা আকাশের নিচে কাদা-জলে দাঁড়িয়ে মাছ কিনতে হবে না। সিটি সেন্টারের ডেইলি মার্কেটে শনিবার সন্ধ্যায় উদ্বোধন হল আধুনিক মাছ ও মাংস বাজারের। উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে মাছ বিক্রি করতেন। বর্ষার সময় দুর্ভোগ চরমে পৌঁছাতো। কাদা, দুর্গন্ধ, অস্বস্তির সেই অধ্যায় এবার শেষ হল। ৪৫ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই আধুনিক বাজারে রয়েছে মোট ২৭টি স্টল। এর মধ্যে ২২টি মাছের এবং ৩ টি মুরগি ও ২ টি খাসির মাংসের দোকান। প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “এখানে ব্যবসায়ীরা যেমন স্থায়ী পরিকাঠামো পাচ্ছেন, তেমনই ক্রেতারাও পাচ্ছেন এক ছাদের নিচে রকমারি মাছ ও মাংস কেনার সুযোগ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

 

Highlight
সিটি সেন্টারে চালু হল আধুনিক মাছ বাজার
News
সিটি সেন্টারে চালু হল আধুনিক মাছ বাজার
:
অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "এখানে ব্যবসায়ীরা যেমন স্থায়ী পরিকাঠামো পাচ্ছেন, তেমনই ক্রেতারাও পাচ্ছেন এক ছাদের নিচে রকমারি মাছ ও মাংস কেনার সুযোগ।"
Published By
Durgapur Darpan
error: Content is protected !!