একশোর বেশি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল কোকওভেন থানা

দুর্গাপুর: রবিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের কোকওভেন থানায় আয়োজন করা হয়েছিল ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠান। সেখানে একশোর বেশি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সাইবার প্রতারণার শিকার কয়েকজনের টাকাও উদ্ধার করে এদিন ফিরিয়ে দেয় পুলিশ।
মোবাইল চুরি যাওয়া, হারিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০২টি মোবাইল উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার হয় সাইবার প্রতারণায় খোয়া যাওয়া ৫৪০০০, ৫০০০ ও ৪৫০০ টাকা উদ্ধার হয়। রবিবার ‘ফিরে পাওয়া’ অনুষ্ঠানে সে সব মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায়, সিআই (কাঁকসা-বুদবুদ) বিকদর সান্যাল, কোকওভেন থানার ওসি মইনুল হক প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
মোবাইল ফেরত পেয়ে খুশি এক মহিলা বলেন, “২০২৩ সালের শেষ দিকে দুর্গাপুর বাজার থেকে আমার মোবাইল চুরি হয়েছিল। আমি অভিযোগ করেছিলাম কোকওভেন থানায়। ভাবতেই পারিনি মোবাইল ফিরে পাব। ২বছর পর আমি আমার মোবাইল ফিরে পেলাম।” এসিপি বলেন, “মোবাইল চুরি করছে দুষ্কৃতীরা। তারপর সেই মোবাইল দিয়ে সাইবার প্রতারণা করছে তারা। এইভাবে দিনের পর দিন প্রতারণা চক্র জাল বিস্তার করছে। তবে পুলিশ সতর্ক আছে। তাই এতগুলি মোবাইল ও টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। তবে প্রতারকদের রুখতে গেলে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
