দুর্গাপুর: ছেলের জন্মদিনে মায়ের রহস্য মৃত্যু। আটক নার্সিংহোমের মালিক স্বামী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার কালীগঞ্জ এলাকার ঘটনা। প্রায় ১৭ বছর আগে পূর্ব বর্ধমানের বুদবুদের রিম্পির (৩৭) বিয়ে হয়েছিল দুর্গাপুরের আড়া কালীগঞ্জের বাসিন্দা রনবীর শিকদারের সঙ্গে। বিধাননগরের একটি বেসরকারি নার্সিংহোমের মালিক রনবীর। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত রনবীর। তা নিয়ে অশান্তি লেগেই থাকত।
শুক্রবার কালীগঞ্জের বাড়িতে ছেলের জন্মদিন পালনের পরে অশান্তি চরমে পৌঁছোয়। পরে রিম্পিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রিম্পির পরিবারের অভিযোগ, তাদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দিয়েছে রনবীর। নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ আটক করেছে রনবীরকে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রিম্পির বাবা আশীষ দেবের অভিযোগ, “মাঝেমধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। অশান্তির জেরে শুক্রবার সম্ভবত আমার মেয়েকে খুন করে ঝুলিয়ে দেয় সে। আমরা সুবিচার চাই।” পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, রনবীরকে জেরা করে রিম্পির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।