প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাংসদ কীর্তি আজাদ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিভাজন, উস্কানি, ঘৃণা, বিশৃঙ্খলা, বিভ্রান্তি নয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ন্যায় ও উন্নয়নের দাবি রাখলেন বর্ধমান – দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুরে সভা। প্রধানমন্ত্রীর সফরের আগেই বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুধু বক্তব্য না রেখে বাংলার প্রাপ্য চাইলেন কীর্তি। তিনি বলেন, বন্ধ কারখানা এমএএমসি, বিওজিএল ও এইচএফসি খুলতে হবে। ডিএসপি, এএসপির আধুনিকীকরণ চাই। আটকে রাখা কেন্দ্রীয় তহবিল প্রাপ্য ২.১ লক্ষ কোটি টাকা ফেরত দিতে হবে। স্থানীয় সমস্যা যেমন, ১৯ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড ও দুর্গাপুরের ডিভিসি মোড়ের ওভারব্রিজের রক্ষণাবেক্ষণ ও মেরামতি করতে হবে। কর্মসংস্থানের আর্জিও প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন সাংসদ। ১০০ দিনের কাজ ও প্রধানমন্ত্রী আবাস যোজনার তহবিল কেন বন্ধ হল এই প্রশ্ন তুলে তিনি বিবৃতিতে জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী নিজের উদ্যোগে এই প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছেন। বাংলার প্রান্তিক, গরিব ও আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য এই প্রকল্পগুলির গুরুত্ব অপরিসীম।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

