দুর্গাপুরে জল জমা রুখতে বড় পদক্ষেপ, কাজ শুরু করল নিগর নিগম

দুর্গাপুরে জল জমা রুখতে বড় পদক্ষেপ, কাজ শুরু করল নিগর নিগম
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুরে ৮৮ লক্ষ টাকার হাই ড্রেন প্রকল্পের শিলান্যাস

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের মেনগেট এলাকায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে একটি হাইড্রেন নির্মাণ প্রকল্পের শিলান্যাস করা হয়। প্রায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে প্রায় সাড়ে ৮০০ মিটার দীর্ঘ এই নিকাশিনালা। পুর নিগমের দাবি, মূলত এই হাই ড্রেন তৈরির দায়িত্ব ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির। কিন্তু তা কার্যকর না হওয়ায় এলাকায় জল জমার সমস্যা দেখা দিচ্ছিল। ভুগছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সমস্যা দূর করতে দুর্গাপুর নগর নিগম নিজ উদ্যোগে মানুষের স্বার্থে প্রকল্পটি হাতে নিয়েছে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তিনি আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন। সঙ্গে ছিলেন প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্যরাও। তাঁদের বক্তব্য, এই হাই ড্রেন তৈরি হলে বর্ষাকালে জল জমার সমস্যা অনেকটাই দূর হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরে জল জমা রুখতে বড় পদক্ষেপ, কাজ শুরু করল নিগর নিগম
News
দুর্গাপুরে জল জমা রুখতে বড় পদক্ষেপ, কাজ শুরু করল নিগর নিগম
:
প্রায় ৮৮ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হবে প্রায় সাড়ে ৮০০ মিটার দীর্ঘ এই নিকাশিনালা। পুর নিগমের দাবি, মূলত এই হাই ড্রেন তৈরির দায়িত্ব ছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটির।
Published By
error: Content is protected !!