মোহর আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে মাতোয়ারা দুর্গাপুরের সঙ্গীতপ্রেমীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টার এর নন্ কোম্পানি রিক্রিয়েশন ক্লাবের সভাকক্ষে গত ১২ জুলাই সন্ধ্যায় মোহর সাংস্কৃতিক সংস্থা এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিল। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, সলিল চৌধুরীর গান, আধুনিক বাংলা গান প্রভৃতি পরিবেশন করেন শিশু থেকে শুরু করে পৌঢ়ত্বে পৌঁছে যাওয়া শিল্পীরা। কখনও একক আবার কখনও সমবেত কন্ঠের সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে সভাকক্ষ। ছিল নৃত্যানুষ্ঠানও।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
যন্ত্রসঙ্গীতে সহযোগী শিল্পীদের ভূমিকাও ছিল যথাযথ। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, সঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত প্রমুখ। আয়োজকরা তাঁদের সংবর্ধনা দেন। সমগ্র অনুষ্ঠানের সুষ্ঠ ব্যবস্থাপনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন মোহর এর কর্ণধার তথা সঙ্গীত শিল্পী মালা দেব বর্মন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

