Nabadwip: সিভিক ভলেন্টিয়ারের ছিন্নভিন্ন দেহ উদ্ধার নবদ্বীপে
দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: সিভিক ভলেন্টিয়ারের ছিন্নভিন্ন দেহ উদ্ধার নবদ্বীপে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কার্তিক দেবনাথ (৩২)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার (Purba Bardhaman) পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের সুকান্ত পল্লীতে। রবিবার নবদ্বীপ স্টেশনের কাছে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি অসুখে ভুগছিলেন। কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার ফিরে আসেন। পুলিশের অনুমান, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।