দুর্গাপুর: পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সতীশ মন্ডল (৩২)। কাঁকসা থানার ক্যানালপারের বাসিন্দা। মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী জ্যোৎস্না মন্ডল জানান, কালীপুজোর পর রবি সরকার নামে একজন ঠিকাদার তাঁর স্বামীকে ব্যাঙ্গালোরে রাজমিস্ত্রির কাজে নিয়ে যায়। রবিবার শেষ কথা হয় ফোনে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর অভিযোগ, রবিবার রাতে ব্যাঙ্গালোর থেকে একজন ফোন করে জ্যোৎস্নাকে বলে সতীশ ঝামেলা করছে। সোমবার সকালে রবি এলাকার একজনকে ফোন করে বলে সতীশের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে রবি তাঁকে ফোন করে হুমকি দেয়। তিনি বলেন, স্বামীর দেহ নিয়ে আসতে বলে সে। রবির কাছে অনেকদিন থেকেই টাকা পেত আমার স্বামী। আমার স্বামী আত্মহত্যা করেনি। আমার স্বামীকে খুন করা হয়েছে। আমি পুলিশকে বিষয়টি জানানোর কথা বললে আমাকে বলে ‘পুলিশ কিছুই করতে পারবে না।’ আমি অসহায় এখন। বাধ্য হয়ে কাঁকসা থানার দ্বারস্থ হয়েছি।” পুলিশ তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।