দুর্গাপুর: আগামী ১৭ ডিসেম্বর থেকে দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে ৩৭তম অনুর্ধ ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতা। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। দেশের ৩০টি রাজ্য থেকে প্রায় ৫৫০ জন প্রতিযোগী যোগ দেবে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের এই প্রতিযোগিতায়। শনিবার সিটি সেন্টারের একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
জানা গিয়েছে, এই প্রতিযোগিতায় প্রাপ্ত পয়েন্ট ফিডে (এফআইডিই) র্যাঙ্কিয়ে অবদান রাখবে। প্রতি বিভাগের সেরা দুই খেলোয়াড় দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে রয়েছে সারা বাংলা দাবা সংস্থা। প্রথম বারের মতো কলকাতার বাইরে রাজ্যের অন্য কোনও শহরে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।