জাতীয় দাবা প্রতিযোগিতা শুরু হল দুর্গাপুরের সিধু কানু স্টেডিয়ামে
দুর্গাপুর: মঙ্গলবার থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ৩৭তম অনুর্ধ ১৩ জাতীয় দাবা প্রতিযোগিতা। দেশের ২৮টি রাজ্য থেকে ৪০২ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের অনুমোদিত এই প্রতিযোগিতা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, ডিএসপির ডাইরেক্টর ইনচার্জ বিজেন্দ্র প্রতাপ সিং, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সারা বাংলা দাবা সংস্থা এই প্রতিযোগিতা আয়োজন করছে। সহযোগিতার করছে পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা। জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানান, এই প্রতিযোগিতায় প্রতি বিভাগের সেরা দুই খেলোয়াড় দেশের হয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ভবিষ্যতে এমন প্রতিযোগিতা আরও আয়োজিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
