মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানাধিকারীকে সংবর্ধনা দিল নেপালি পাড়া হিন্দি হাই স্কুল

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের (উচ্চ মাধ্যমিক) ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম ১০ স্থানাধিকারীকে সংবর্ধনা দেওয়া হল শনিবার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার শীর্ষ ৩ জন ছাত্রছাত্রীকে যথাক্রমে ₹২০০০/-, ₹১৫০০/- ও ₹১০০০/- নগদ অর্থ পুরস্কার, সার্টিফিকেট অফ মেরিট এবং একটি স্মারক প্রদান করা হয়। বাকি ছাত্রছাত্রীদেরও সার্টিফিকেট অফ মেরিট ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এই সম্মাননা ও পুরস্কার প্রদান স্পনসর করেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি রাজেন্দ্র সিং।
মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ ১০ জন ছাত্রছাত্রী হলেন আয়ুষ কুমার, অভিষেক কুমার, আকাশ ঠাকুর, রাফিয়া পারভীন, পায়েল কুমারী গুপ্তা, বিকি কুমার বর্ণওয়াল, অলোক কুমার গুপ্তা, মোহিত শ’, অভিষেক বিশ্বকর্মা ও রোহিত কুমার বর্ণওয়াল। অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ ১০ জন ছাত্রছাত্রী হলেন আমন শ’, আমিশা কুমারী, রাহুল কুমার সিং, সোনিয়া কুমারী, রাহুল কুমার বর্ণওয়াল, রাহুল ভূঁইয়া, পায়েল পল, সৌরভ চৌধুরী, আরতি কুমারী ও সপনা কুমারী।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
স্কুলে গণিতে সবথেকে বেশি নম্বর পাওয়ায় অভিষেক কুমারকে এই বছরের ‘শোভনা দেবী ও উপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য গণিত পুরস্কার’ প্রদান করা হয়। তাঁকে ₹১০,০০০/- নগদ অর্থ, সার্টিফিকেট অফ মেরিট ও একটি স্মারক প্রদান করা হয়। এই পুরস্কারটি ২০২৪ সালে প্রবর্তন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেন ওয়েস্ট ইউনিভার্সিটি, ক্ল্যারিয়নের এমেরিটাস অধ্যাপক ড. দীপেন্দ্র নারায়ণ ভট্টাচার্য।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিয় গঙ্গোপাধ্যায়, বিবেক আগরওয়াল, মহিন্দার সিং, মুকুট কান্তি নাহা। মন্ত্রী তাঁর বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কালিমুল হকের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

