সারা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র স্কুল হিসাবে জায়গা করে নিল নেপালী পাড়া হিন্দি হাইস্কুল

সারা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র স্কুল হিসাবে জায়গা করে নিল নেপালী পাড়া হিন্দি হাইস্কুল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সারা রাজ্যে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার একমাত্র স্কুল হিসাবে জায়গা করে নিল দুর্গাপুরের নেপালী পাড়া হিন্দি হাইস্কুল। রাজ্য থেকে আড়াইশো স্কুলের মধ্যে মাত্র ৩২টি স্কুল নির্বাচিত হয়েছে। তার মধ্যে অন্যতম হল দুর্গাপুরের এই স্কুল। বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের অধীন ডব্লিউবি-এফআইএসটি (Fostering Infrastructure for Science and Technology) প্রকল্পে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে বিজ্ঞান ল্যাবরেটরি নির্মাণ ও আধুনিকীকরণের জন্য এই স্কুল ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে। 

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

নদিয়ার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্কুলের হাতে অনুদান তুলে দেন দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন দফতরের সচিব বিজয় ভারতী, জেলাশাসক এস অরুণ প্রসাদ প্রমুখ। নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক কালিমুল হক বলেন, “বিজ্ঞান শিক্ষার প্রসারে এই অনুদান আমাদের স্কুলের বিজ্ঞান বিভাগের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরকে স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
সারা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র স্কুল হিসাবে জায়গা করে নিল নেপালী পাড়া হিন্দি হাইস্কুল
News
সারা রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার একমাত্র স্কুল হিসাবে জায়গা করে নিল নেপালী পাড়া হিন্দি হাইস্কুল
:
বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দফতরের অধীন ডব্লিউবি-এফআইএসটি প্রকল্পে স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে বিজ্ঞান ল্যাবরেটরি নির্মাণ ও আধুনিকীকরণের জন্য এই স্কুল ৫ লক্ষ টাকা অনুদান পেয়েছে। 
Published By
Durgapur Darpan
error: Content is protected !!