কাকার দেহ দাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে গেল ভাইপো

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কাকার দেহ দাহ করতে গিয়ে দামোদরে তলিয়ে গেল ভাইপো। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে। নেতাজি নগর কলোনি চাষী পাড়া এলাকায় এদিন মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা সুশান্ত পালের। পরিজন ও প্রতিবেশীরা তাঁকে দাহ করতে যান। দাহ করা হয়ে গেলে দামোদরে অস্থি বিসর্জন করতে নামেন কয়েকজন।
আচমকা মৃতের ভাইপো যুবক সুব্রত পাল তলিয়ে যেতে থাকে। সঙ্গে থাকা দুজন তাকে উদ্ধার করতে গিয়ে তাঁরাও তলিয়ে যেতে থাকেন। বাকিরা তাঁদের দুইজনকে উদ্ধার করতে পারলেও সুব্রতকে উদ্ধার করতে পারেননি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোকওভেন থানা এবং বড়জোড়া থানার পুলিশ আসে। অন্ধকার নেমে আসায় উদ্ধারকার্য চালানো সম্ভব হয়নি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
আত্মীয় বাবন বণিক বলেন, “আমার এক কাকা শ্বশুর মারা গিয়েছেন। তাঁকে দাহ করার জন্য শ্মশানে গিয়েছিলাম। অস্থি বিসর্জন করতে আর এক কাকা শ্বশুরের সঙ্গে কয়েকজন দামোদরে নেমেছিল। তখনই কাকা শ্বশুর এবং তাঁর ছেলে সুব্রত তলিয়ে যাচ্ছিল। সকলে মিলে কোনওক্রমে কাকা শ্বশুরকে উদ্ধার করে। কিন্তু সুব্রত তলিয়ে যায়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

