দুর্গাপুরের মডেল আদালত ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি

দুর্গাপুরের মডেল আদালত ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালতের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগণনম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচার ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথ সহ মহকুমা আদালতের বিচারকরা। আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

মন্ত্রী মলয় ঘটক বলেন, “সত্যিই এইরকম একটি আদালত ভবন উদ্বোধন হওয়া গর্বের বিষয়। রাজ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি মডেল আদালত হয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলা একটি অত্যাধুনিক মানের মডেল আদালত পেল।” জানা গিয়েছে, দুর্গাপুরের এই নতুন আদালত ভবনের নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪০ কোটি টাকা। অত্যাধুনিক এই মডেল কোর্টে বিচার ব্যবস্থার পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনই সাধারণ মানুষ ও আইনজীবীদের জন্যও আরও আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। এই উদ্যোগ বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুত ও জনবান্ধব করে তুলবে বলে আশাবাদী প্রশাসন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
দুর্গাপুরের মডেল আদালত ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি
News
দুর্গাপুরের মডেল আদালত ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি
:
অত্যাধুনিক এই মডেল কোর্টে বিচার ব্যবস্থার পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনই সাধারণ মানুষ ও আইনজীবীদের জন্যও আরও আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে।
Published By
error: Content is protected !!