রীতিমতো ফিল্মি কায়দায় টাকা চেয়ে বাড়ি বাড়ি থ্রেট লেটার! অবশেষে পুলিশের জালে দুষ্কৃতী

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিওজিএল কলোনি থেকে এমন একজনকে গ্রেফতার করেছে নিউ টাউনশিপ পুলিশ, যে চুরি ছিনতাইয়ে কার্যত নজির গড়ে ফেলেছিল। পুলিশ জানিয়েছে, কয়েক বছর ধরে ফিল্মি কায়দায় থানা এলাকার বিভিন্ন প্রান্তে বাড়িতে বাড়িতে চিঠি ফেলে দিয়ে আসতো। সেই চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হতো, নির্দিষ্ট জায়গায় টাকা না রেখে এলে প্রাণে মেরে ফেলা হবে। কেউ কেউ ভয়ে টাকা দিয়েও আসতেন।
তার নাম দীপঙ্কর রানা। পশ্চিম মেদিনীপুর থেকে ২০১২ সালে সে দুর্গাপুরে আসে। তারপর থেকেই সে চুরি, ছিনতাইয়ে হাত পাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে নিউ টাউনশিপ থানার এ-টাইপ এলাকার তুষার চৌধুরী নামের এক ব্যক্তির ৫টি মোবাইল ও ১টি ল্যাপটপ চুরি যায়। ৬ জানুয়ারি নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানার নেতৃত্বে তদন্ত শুরু হয়। ১১ মার্চ বিওজিএল এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপঙ্করকে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
পুলিশি হেফাজতে নিয়ে কয়েকটি ল্যাপটপ, মোবাইল ফোন, কাঁসা-পিতল সহ বহু এটিএম কার্ড, বিদেশি নোট, পুরনো হাজার টাকার নোট সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তুষার চৌধুরীর পাঁচটি মোবাইলের মধ্যে একটি মোবাইল ব্যবহার হচ্ছিল। লোকেশন ট্র্যাক করে বিওজিএল কলোনিতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় দীপঙ্করকে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
