মামীর লকার ভেঙে গয়না চুরির দায়ে পুলিশের জালে ভাগ্নী ও তার বন্ধু!

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: মামীর লকার ভেঙে পুলিশের জালে ভাগ্নী ও তার বন্ধু। এই ঘটনায় কার্যত হতবাক পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসা থানার সরকার পাড়ার বাসিন্দারা। গ্রেফতার করা হয়েছে ভাগ্নী স্বরূপা দত্ত ও তার বন্ধু সন্দীপ দত্তকে। ধৃতদের সোমবার দুর্গাপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, ১২ জুলাই কাঁকসার সরকার পাড়ার বাসিন্দা মামী কাঁকসা থানায় লিখিত অভিযোগ করে জানান, তাঁদের বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়ে গিয়েছে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কাঁকসা থানার পুলিশ তদন্ত শুরু করে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই সোনা চুরির রহস্য উদঘাটন করে ফেলে পুলিশ। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখে, মামার বাড়িতেই চুরি করেছে ভাগ্নী বুদবুদ থানা এলাকার বাসিন্দা ভাগ্নী স্বরূপা দত্ত ও তার বন্ধু। স্বরূপা এবং বিষ্ণুপুর থেকে তার বন্ধু সন্দীপ দত্তকে গ্রেফতার করে পুলিশ। হেফাজতে নিয়ে তাদের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

