অজয় ঘাট-দুর্গাপুর স্টেশন রুটে বাস ভাড়া লাগছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের

দুর্গাপুর: কাঁকসার বিদবিহারের অজয় ঘাট থেকে দুর্গাপুর স্টেশন রুটের বাস মালিকরা দাঁড়িয়েছেন পরীক্ষার্থীদের পাশে। এই বাসগুলিতে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী উঠলে তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না কোনও ভাড়া। পরীক্ষার্থীরা যাতে সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেই জন্য পরীক্ষা শুরুর দু’ঘণ্টা আগে থেকে চালানো হচ্ছে অতিরিক্ত বাস। ছুটির সময়ও চালানো হচ্ছে পরবর্তী দু’ঘণ্টার জন্য অতিরিক্ত বাস।
বিদবিহারের শিবপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে এবং বাস ইউনিয়নে করা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হচ্ছে। ইংরাজি পরীক্ষার দিন উপহার হিসাবে দেওয়া হল পেন, ফুল, টিফিন ও জলের বোতল। বাস ইউনিয়ন এবং তৃণমূলের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী এবং অভিভাবকরা। পরীক্ষার্থী সজল বাগদি ও পূর্ণিমা লোহার বলে, “এই উদ্যোগ সত্যিই অসাধারণ। বাড়ি থেকে বেরিয়ে সময়ে বাস পাচ্ছি। সময়ে পরীক্ষা কেন্দ্রেও পৌঁছে যাচ্ছি। কোন ভাড়াও নেয়নি বাসের কাকুরা। আমাদের উপহারও দিল।”
বিদবিহার গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর বলেন, “সরকার সমস্ত রকম ভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। পরীক্ষার দিনগুলিতে যাতে পরীক্ষার্থীদের কোন ভাড়া না লাগে সেই ব্যবস্থা করেছি। বাসের মালিকপক্ষও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাসের মধ্যেও পর্যাপ্ত ওষুধ, পানীয় জল রাখা হচ্ছে। টিফিন, জলের বোতল, ফুলও দেওয়া হচ্ছে আমাদের কার্যালয়ের সামনে।”(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
