১ জুলাই ছাড়তে হবে ঘর! এবিএল টাউনশিপ জুড়ে হা হুতাশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ১ জুলাই ছাড়তে হবে ঘর। পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপের প্রায় সাড়ে সাতশো প্রাক্তন কর্মীকে এই নোটিশ দিয়েছেন বেসরকারি কারখানা কর্তৃপক্ষ। তাঁরা কেউ ভিআরএস নিয়েছিলেন, কেউ ইআরএস নিয়েছিলেন। তাঁদের অনেকের লক্ষাধিক টাকা জমা রয়েছে কারখানা কর্তৃপক্ষের হাতে। মাসে মাসে তাঁরা ভাড়া দেন। বিদ্যুতের বিল মেটান। তা সত্বেও নোটিশে লেখা হয়েছে, তাঁরা বেআইনিভাবে কোয়ার্টার দখল করে রয়েছেন!
শুক্রবার তাঁরা ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের ফেসিলিটি ম্যানেজারের অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এরপর আধিকারিক উজ্জ্বল গঙ্গোপাধ্যায়ের কাছে স্মারকলিপি দেন। ইআরএস নেওয়া প্রাক্তন কর্মী দীপঙ্কর চ্যাটার্জী বলেন, “ইআরএস নেওয়ার সময় বলা হয়েছিল, কোয়ার্টার ছাড়তে হবে না। সেই ভাবেই এতদিন পেরিয়েছে। আজ হঠাৎ বলা হচ্ছে, কোয়ার্টার ছাড়তে হবে। কেন? আমরা বৃদ্ধ বয়সে কোথায় যাব?” আবাসিক পাপিয়া দাস বলেন, “আমরা কোথায় যাব? নিয়ম মেনেই আমরা টাউনশিপে আছি। কেউ অবৈধ ভাবে নেই।”
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার দীপেন মাজি তাঁদের পাশে থাকার বার্তা দিয়ে বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী কারওর ছাদ কেড়ে নেন না। আমরা ওই আবাসিকদের পাশে আছি। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানাব।” বিজেপি নেতা বুদ্ধদেব মন্ডল বলেন, “আমরা বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের মাধ্যমে ওই আবাসিকদের মাথার ছাদ সুরক্ষিত করার জন্য যা যা করা সম্ভব তা করব।”
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

