দুর্গাপুর দর্পণ, ১ জুন ২০২৪: জেম ২০২৪ (GEM 2024)। ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট এনএসপিসিএল কর্তৃপক্ষ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি স্কিমের আওতায় মেয়েদের স্বনির্ভর করে তোলার জন্য কর্মসূচী হাতে নিয়েছে। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের গার্লস হস্টেলে সেজন্য দুর্গাপুর সংলগ্ন গ্রাম এলাকার ৪টি স্কুলের ৪০ জন ছাত্রীকে নিয়ে ৪ সপ্তাহের আবাসক শিবির করছেন কর্তৃপক্ষ।
শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সেই শিবিরের উদ্বোধন করেন সংস্থার জিএম ও বিইউএইচ বিএম সিং ও অন্যান্যরা। শিবিরের উদ্দেশ্য, ছাত্রীদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের দিশা দেখাতে স্বপ্নের খোঁজ দেওয়া। তাদের প্রথাগত পড়াশোনার পাশাপাশি ক্যারাটে, যোগব্যায়াম, কম্পিউটার সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, ব্যক্তিত্ব বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এই কর্মসূচীতে সহযোগিতা করছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এনএসপিসিএলের আধিকারিক বিপি সিং বলেন, ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে দেশের ভবিষ্যৎ সু-নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচী নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে এনএসপিসিএলের আধিকারিক, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ছাত্রীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবার নজর কেড়েছিল। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।