একটি লোহার রড দিয়েই কামাল করত চোর, ফাঁকা বাড়ি পেলেই হল

একটি লোহার রড দিয়েই কামাল করত চোর, ফাঁকা বাড়ি পেলেই হল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রেল কর্মীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির কিনারা করল পুলিশ। গত ১৬ মে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় রেল কলোনির একটি ফাঁকা বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। রেলকর্মী অনিল কুমার দিন কয়েক আগে বিহারের সাসারামে দেশের বাড়ি গিয়েছিলেন। ১৬ মে ভোরের দিকে বাড়ি ফিরে দেখেন, ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন আলমারী ভেঙে সেখানে থাকা সোনা ও রুপোর গয়না ও নগদ কিছু টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী।

তিনি কোকওভেন থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানান। পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ। ওই রাতেই দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জেরা শুরু করে। কথাবার্তায় অসংলগ্নতা পাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার নাম বাদশা খান। আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

হেফাজতে নিয়ে তাকে জেরা করতে শুরু করে পুলিশ। পুলিশ জানতে পারে, রেল কলোনির বাড়িতে সে চুরি করেছে। এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ। বাড়ির সামনে একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়। পুলিশ চুরি যাওয়া কিছু গয়না ও নগদ টাকা উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, একটি লোহার রড সে সবসময় বাইকের সঙ্গে বেঁধে রাখত। সেই রড দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই যে কোনও বন্ধ বাড়ির তালা ভেঙে চুরি করত সে।

পুলিশ তদন্তে নেমে আরও জানতে পেরেছে, সে বাইকচুরির সঙ্গেও যুক্ত। সে এর আগে বাইক চুরির ঘটনায় রানিগঞ্জ থানার পুলিশের হাতে ধরা পড়েছিল।বাইক চুরি করে সে পুরুলিয়ায় গিয়ে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিত। এছাড়া বিহারেও একাধিক বাইক চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আসানসোল, রানিগঞ্জের পর বর্তমানে সে দুর্গাপুরের ক্ষুদিরাম কলোনিতে একটি ভাড়া বাড়িতে থেকে অপরাধমূলক কাজকর্ম করছিল। ( বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
একটি লোহার রড দিয়েই কামাল করত চোর, ফাঁকা বাড়ি পেলেই হল
News
একটি লোহার রড দিয়েই কামাল করত চোর, ফাঁকা বাড়ি পেলেই হল
:
এরপর তাকে সঙ্গে নিয়ে স্থানীয় ক্ষুদিরাম কলোনিতে তার বাড়িতে যায় পুলিশ। বাড়ির সামনে একটি বাইকের ডিকিতে চুরির মালপত্র আছে বলে সে পুলিশকে জানায়।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!