দুর্গাপুর: দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে (ডিপিএল) ওয়াগেন থেকে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত শ্বশুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি জামাই। মৃত ঠিকা শ্রমিকের নাম পৃথো টুডু (৫২)। দুর্গাপুরের ৩১ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা। হাসপাতালে ভর্তি জামাই চেন্দাই হাঁসদা।
শনিবার রাতে আরও কয়েকজনের সঙ্গে শ্বশুর ও জামাইও ডিপিএলে সাত নম্বর ইউনিটের কোল হ্যান্ডেলিং প্লান্টের ওয়াগেনে উঠে কয়লা নামানোর কাজ করছিলেন। সেই সময় কোনও ভাবে মাথার উপরের বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগ হয়ে যায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ঝলসে যায় পৃথো। ছিটকে পড়ে চেন্দাই। চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও সহকর্মীরা। মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিস্কুর অভিযোগ, “ডিপিএল কর্তৃপক্ষের গাফিলতির জন্য এই ঘটনা। আমরা ক্ষতিপূরণের দাবি করছি। কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি।” দুর্গাপুরের তিন নম্বর ব্লক আইএনটিটিইউসি সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যাই। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি। পরিবারের একজনের চাকরিরও দাবি করেছি। বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি।” ডিপিএলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। খবর পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।