কারখানায় ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরে, ট্রান্সফর্মার ফেটে মৃত ১, জখম ২

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভরদুপুরে বিকট শব্দে কেঁপে উঠল কারখানার পাওয়ার প্লান্ট। ঝলসে মৃত্যু হল ১ শ্রমিকের। জখম ২। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্লান্টে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মৃত ঠিকা শ্রমিকের নাম সাধন বাউরি (৪৯)। কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা। জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, সোমবার সকালে অন্যান্য দিনের মতোই ওই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে যোগ দিয়েছিলেন সাধন। দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে। সেখানেই মৃত্যু হয় সাধনের। সাধনের দুই সহকর্মী জখম হন। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আইএনটিটিইউসি ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জি, আইএনটিটিইউসি নেতা তথা প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই পৌঁছান।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
পুলিশ জখম দুই শ্রমিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। মৃত শ্রমিকের দাদা রাজু বাউরি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ভাইয়ের মৃত্যু হয়েছে। জানতে পেরেছি ভাইয়ের মৃত্যু হয়েছে ট্রান্সফরমার ব্লাস্ট করে।” দেবব্রত সাঁই বলেন, “ট্রান্সফরমার জাতীয় কিছু ব্লাস্ট করে এক ঠিকা শ্রমিকের মৃত্যু এবং দু’জন জখম হয়েছেন। ক্ষতিপূরণের ব্যবস্থা এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও জানানো হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
