গরু কান্ডে ধৃত আরও ১, মূল অভিযুক্ত পারিজাত কোথায়?

গরু কান্ডে ধৃত আরও ১, মূল অভিযুক্ত পারিজাত কোথায়?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকিয়ে নিগ্রহের ঘটনায় পুলিশ বুধবার রাতে আরও একজনকে গ্রেফতার করেছে। কোকওভেন থানা এলাকার বাসিন্দা ধৃত প্রদীপ বারুইকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হয়। এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হল। পুলিশ হেফাজত শেষে বৃহস্পতিবার তাদের মধ্যে ৪ জনকে আদালতে পেশ করা হয়েছে।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

সোমবার রাতে নিউটাউনশিপ থানা এলাকার এমএএমসি এলাকা থেকে সুরজ সিং এবং রাহুল কুমার বার্নওয়ালকে গ্রেফতার করে পুলিশ। শনিবার রাতে মহানন্দা পল্লির কিরণ মান ও নিউ টাউনশিপ থানা এলাকার বাসুদেব বাদ্যকরকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার দুই অভিযুক্ত দীপক দাস ও আনিস ভট্টাচার্যকে পুলিশ গ্রেফতার করে। তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে ধরছে পুলিশ। তবে, মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় কোথায়?  পুলিশ জানিয়েছে, তল্লাশি চলছে। সবার প্রশ্ন একটাই, কবে ধরা পড়বে মূল অভিযুক্ত? (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
গরু কান্ডে ধৃত আরও ১, মূল অভিযুক্ত পারিজাত কোথায়?
News
গরু কান্ডে ধৃত আরও ১, মূল অভিযুক্ত পারিজাত কোথায়?
:
তদন্তে নেমে একের পর এক অভিযুক্তকে ধরছে পুলিশ। তবে, মূল অভিযুক্ত পারিজাত গঙ্গোপাধ্যায় কোথায়?  পুলিশ জানিয়েছে, তল্লাশি চলছে। সবার প্রশ্ন একটাই, কবে ধরা পড়বে মূল অভিযুক্ত?
Published By
error: Content is protected !!