অপারেশন জীবন রক্ষা: আরপিএফের তৎপরতায় পানাগড় স্টেশনে প্রাণ বাঁচল মহিলা যাত্রীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শনিবার সকাল সাড়ে ৮ টায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার পানাগড় স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে থেমেছিল ময়ূরাক্ষী এক্সপ্রেস। ট্রেন ছেড়ে যাওয়ার সময় এক মহিলা দৌড়ে ট্রেনে চাপতে যান। তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ট্রেনের শেষ বগি থেকে পা পিছলে পড়ে যান। কোমরের নিচের অংশ প্ল্যাটফর্ম এবং ট্রেনের মাঝখানে আটকে যায়। আরপিএফের তৎপরতায় প্রাণে বাঁচেন মহিলা। তার নাম আয়েশা সুলতানা। বাড়ি কাঁকসা মোল্লাপাড়ায়। তিনি সামান্য আহত হন। তিনি পানাগড় থেকে বর্ধমান পর্যন্ত প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। তাঁর কাছে রেলের সিজন টিকিট আছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

