কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ, দুর্গাপুরের লাল ময়দানে হবে ট্রায়াল

কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ, দুর্গাপুরের লাল ময়দানে হবে ট্রায়াল
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ‘দুর্গাপুর হিরোজ’ ক্লাবের সহযোগিতায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব ফুটবল প্রতিভা অন্বেষণের জন্য ২৬ এবং ২৭ এপ্রিল বাছাই শিবির করছে দুর্গাপুরে। ডিএসপি টাউনশিপের এ-জোনের আশীষ মার্কেটের কাছে লাল ময়দানে এই ট্রায়ালের আয়োজন করা হবে। তরুণ ফুটবলাররা প্রতিভা প্রদর্শনের অনন্য সুযোগ পাবে এই শিবিরে। উদ্যোক্তারা জানিয়েছেন, এখান থেকে বাছাই ফুটবলাররা কলকাতা ফুটবল লীগ (সিএফএল) এবং অন্যান্য যুব লীগে বিভিন্ন বিভাগে খেলার সুযোগ পাবে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এই ট্রায়ালে বিভিন্ন বয়সী ফুটবলাররা অংশগ্রহণের সুযোগ পাবে। সিএফএল দ্বিতীয় বিভাগের জন্য ০১.০১.২০০৬ – ৩১.১২.২০০৭ এর মধ্যে জন্মগ্রহণকারীরা, অনুর্ধ ১৭ বিভাগের জন্য ০১.০১.২০০৯ – ৩১.১২.২০১০ পর্যন্ত, অনুর্ধ ১৫ বিভাগের জন্য ০১.০১.২০১১ – ৩১.১২.২০১২ পর্যন্ত এবং অনুর্ধ ১৩ বিভাগের জন্য ০১.০১.২০১৩ – ৩১.১২.২০১৪ পর্যন্ত জন্মগ্রহণকারীরা যোগ দিতে পারবে। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করা যেতে পারে 7001691103 অথবা 9475942935 ফোন নম্বরে।  (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া

কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ, দুর্গাপুরের লাল ময়দানে হবে ট্রায়াল
কলকাতা ফুটবল লিগে খেলার সুযোগ, দুর্গাপুরের লাল ময়দানে হবে ট্রায়াল
তরুণ ফুটবলাররা প্রতিভা প্রদর্শনের অনন্য সুযোগ পাবে এই শিবিরে। উদ্যোক্তারা জানিয়েছেন, এখান থেকে বাছাই ফুটবলাররা কলকাতা ফুটবল লীগ (সিএফএল) এবং অন্যান্য যুব লীগে বিভিন্ন বিভাগে খেলার সুযোগ পাবে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!