মা কালীর সোনার চোখ সহ, গয়না, প্রণামী বাক্স উধাও মন্দির থেকে

মা কালীর সোনার চোখ সহ, গয়না, প্রণামী বাক্স উধাও মন্দির থেকে
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মা কালীর সোনার চোখ সহ প্রায় ২লক্ষ টাকার অলঙ্কার উধাও মন্দির থেকে। গায়েব করে দেওয়া হয়েছে প্রণামী বাক্সটিও। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের দেবী নগরে। দুষ্কৃতীদের সাহস দেখে তাজ্জব এলাকাবাসী। বুধবার সাত সকালে খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা যায় এলাকায়। তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে মন্দিরে পুজো পাঠ করার জন্য দরজা খুলতে গিয়েছিলেন এক ব্যক্তি। তিনি দেখেন মন্দিরের তালা ভাঙা। সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসেন। দেখা যায়, মন্দিরের সবকিছু চুরি হয়ে গিয়েছে। মন্দির কমিটির সম্পাদক পরিমল রায় বলেন, “এর আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি। দেড় থেকে দুই বছর মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়নি। অনেক দক্ষিণা জমেছিল। এছাড়া মায়ের অলংকার, সোনার চোখ সব চুরি গিয়েছে। দেড় থেকে দুই লক্ষ টাকার সামগ্রী উধাও।”

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

খবর পেয়ে আসে দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পাশের বাড়ি সিসিটিভি ফুটেজে গভীর রাতে তিনজনকে একটি বাইকে চড়ে যাওয়ার ছবি পাওয়া গিয়েছে। সেই ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয়রা রাতে এলাকায় পুলিশের টহলদারি দেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, নজরদারি বাড়ানো হবে।

এদিকে একই রাতে ওই ওয়ার্ডেরই নীলকন্ঠ পল্লী এলাকায় ভৈরব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মন্দিরের প্রণামী বাক্সে প্রায় ২৫ হাজার টাকা ছিল। সব দুষ্কৃতীরা নিয়ে চলে গিয়েছে। ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী কালীতলা মন্দিরেও ওই রাতে চুরির ঘটনা ঘটে। চুরি যায় মা কালীর অলংকার সহ বাসনপত্র এবং প্রনামি বাক্সের টাকা। পূজারী বিভাস বন্দ্যোপাধ্যায় বলেন, “এই চুরির ঘটনা আজ সকালে জানতে পারি। মন্দিরের কলাপসিবল গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। তারপরে লুঠপাট চালায়। পুলিশকে বিষয়টি জানিয়েছি।” পুলিশ সব কটি ঘটনাার তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
মা কালীর সোনার চোখ সহ প্রায় ২লক্ষ টাকার অলঙ্কার উধাও মন্দির থেকে
News
মা কালীর সোনার চোখ সহ প্রায় ২লক্ষ টাকার অলঙ্কার উধাও মন্দির থেকে
:
এর আগে কোনও দিন এরকম ঘটনা ঘটেনি। দেড় থেকে দুই বছর মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়নি। অনেক দক্ষিণা জমেছিল। এছাড়া মায়ের অলংকার, সোনার চোখ সব চুরি গিয়েছে।
Published By
Durgapur Darpan
error: Content is protected !!