ওআরএস ম্যাজিক! প্রখর গ্রীষ্মেও চনমনে হরিণ, ময়ূরের দল
দুর্গাপুর দর্পণ, কাঁকসা: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার দেউলের সংরক্ষিত বনাঞ্চলে রয়েছে হরিণ, ময়ূর, হায়না, ভারতীয় প্রজাতির নেকড়ে, শিয়াল, নীলগাই সহ নানা প্রজাতির পাখি। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। প্রখর গরমে সকাল ৯টার পরে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। দেউলের জঙ্গলে বন্যপ্রাণীদেরও এই গরমে নাজেহাল দশা।
তবে বন দফতরের তরফে শুরু হয়েছে বিশেষ নজরদারি। দুর্গাপুর বনাঞ্চলের শিবপুর বিটের বন কর্মীরা বিশেষ নজরদারি চালাচ্ছেন জঙ্গলে। বন্যপ্রাণীদের স্বস্তি দিতে বনাঞ্চলের ভেতর বড় বড় পাত্রে ওআরএস মেশানো জল দেওয়া হচ্ছে। সঙ্গে কাঁচা শাকসবজি। এছাড়া জঙ্গলের মাঝে বন দফতরের জলাশয়ে জলের যোগান দিতে চালানো হচ্ছে পাম্প। ওআরএস মেশানো জল খেয়ে শরীর তাজা থাকছে বন্যপ্রাণীদের।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বন দফতরের তরফে সংরক্ষিত বনাঞ্চলের দায়িত্বে থাকা দীপ দত্ত বলেন, “বন দফতরের আধিকারিকদের নির্দেশ মতো আমরা ওআরএস মেশানো জল দিচ্ছি বন্যপ্রাণীদের। কোনও কোনও দিন টাটকা শাকসবজি দিচ্ছি। আমাদের সাথে চিকিৎসকরাও আসছেন। কোনও হরিণ বা ময়ূর অসুস্থ হলে তাদের দ্রুত সুস্থ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সব সময় আমাদের বিশেষ নজরদারি চলছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
আরও খবর: কাশ্মীরে জঙ্গী হানায় মৃত বিতানের দুর্গাপুরের পাড়ায় শোকের ছায়া



