Breaking. হেমশিলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. রবীন্দ্র নাথ রায় প্রয়াত হলেন

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রয়াত হলেন ড. রবীন্দ্র নাথ রায় (৮৭)। আমেরিকার স্প্রিংফিল্ডে কক্স নর্থ হাসপাতালে ভর্তি হন ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা নাগাদ। ২৮ ফেব্রুয়ারি সকাল ৬টা ৪০ মিনিটে তিনি প্রয়াত হন। আমেরিকাতেই তাঁকে দাহ করা হয়েছে বলে জানা গিয়েছে। শিক্ষা ক্ষেত্রে আজীবন তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মা ও বাবার স্মৃতিতে তাঁদের নামে ১৯৯৫ সালে এই স্কুল তিনি প্রতিষ্ঠা করেন। ১৯৩৯ সালে দুর্গাপুরে তাঁর জন্ম। ১৯৬১ সালে সালে তিনি এম.এসসি ডিগ্রি লাভ করেন। তিনি আমেরিকার ড্রুরি ইউনিভর্সিটির অধ্যাপক ছিলেন। খাটগোড়িয়ায় মূলত স্থানীয় আদিবাসীদের প্রথম প্রজন্মের পড়ুয়াদের বিনামূল্যে পড়াশোনা করিয়ে কাজের সুযোগ গড়ে দেওয়ার জন্য পৃথক একটি স্কুলও গড়েছেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
