সিটি সেন্টারে বাড়ির বারান্দায় পড়ে গৃহকর্তার দেহ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে বাড়ির বারান্দা থেকে উদ্ধার করা হয় বাড়ির মালিকের দেহ। সেল কোঅপারেটিভের ৬০ নম্বর মধূসূদন পথের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িতে একাই থাকতেন বাড়ির মালিক সুবোধ রঞ্জন আচার্য। বয়স প্রায় ৮১ বছর। এদিন পুলিশ গিয়ে বারান্দা থেকে তাঁর রুগ্ন দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত ব্যক্তি মিশ্র ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। ছেলে রেলের কর্মী। তিনি থাকেন কলকাতার বালিতে বিলাসবহুল ফ্ল্যাটে। বৃদ্ধ বাবা একা মধুসূদন পথের বাড়িতে। কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন সুবোধবাবু। স্থানীয়দের অভিযোগ, ছেলে কোনওদিন বাবার খোঁজ নিতে আসত না। তাই প্রতিবেশীরাই সুবোধবাবুর চিকিৎসা করাতেন। খুব কষ্টে দিন কাটছিল তাঁর। সুবোধবাবুর ছেলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাড়ির পরিচারিকা অর্চনা ঘোষালের অভিযোগ, “কোনওদিন না খেয়ে, কোনওদিন কাঁদতে কাঁদতে রাত কাটাতেন সুবোধবাবু। কিছুদিন ধরে অসুস্থতা বাড়ছিল। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িতে আসার পরে বারান্দাতেই শুয়ে থাকতেন। সেই জন্য লক্ষণরেখার গণ্ডি দিয়েছিলাম। ছেলেকে একাধিকবার খবর দেওয়া হয়েছিল। কিন্তু কোনও গুরুত্ব দেয়নি। শনিবার রাতেও ছেলেকে ফোন করা হয়েছিল কিন্তু তারপরেও সে কর্ণপাত করেনি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

