টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পানাগড় প্রিমিয়ার লিগের নিলাম

টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পানাগড় প্রিমিয়ার লিগের নিলাম
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে ফের শুরু হতে চলেছে, পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ-সিজন ৪। শনিবার পানাগড় মিত্র সংঘের মাঠে ১২টি ফ্রাঞ্চাইজিকে নিয়ে নিলামের আয়োজন করা হয়। সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত প্রমুখ।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

পানাগড় প্রিমিয়াল লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এদিন জার্সি ও ট্রফির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। তিনি আরও জানান, দুর্গাপুর মহকুমা, বুদবুদ ও আউশগ্রাম থানা এলাকার আগ্রহী ক্রিকেটাররা অনলাইনে নাম নথিভূক্ত করেছে। তাদের নিয়ে এদিন নিলাম হয়। গত ৪ বছর ধরে এই জমজমাট প্রতিযোগিতার আয়োজন করে হচ্ছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

Highlight
টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পানাগড় প্রিমিয়ার লিগের নিলাম
News
টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পানাগড় প্রিমিয়ার লিগের নিলাম
:
শনিবার ১২টি ফ্রাঞ্চাইজিকে নিয়ে নিলামের আয়োজন করা হয়। সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত প্রমুখ।
Published By
error: Content is protected !!