টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পানাগড় প্রিমিয়ার লিগের নিলাম

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আগামী ১৬ নভেম্বর থেকে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড়ে ফের শুরু হতে চলেছে, পানাগড় প্রিমিয়ার ক্রিকেট লিগ-সিজন ৪। শনিবার পানাগড় মিত্র সংঘের মাঠে ১২টি ফ্রাঞ্চাইজিকে নিয়ে নিলামের আয়োজন করা হয়। সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত প্রমুখ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পানাগড় প্রিমিয়াল লিগের সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এদিন জার্সি ও ট্রফির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল প্রমুখ। তিনি আরও জানান, দুর্গাপুর মহকুমা, বুদবুদ ও আউশগ্রাম থানা এলাকার আগ্রহী ক্রিকেটাররা অনলাইনে নাম নথিভূক্ত করেছে। তাদের নিয়ে এদিন নিলাম হয়। গত ৪ বছর ধরে এই জমজমাট প্রতিযোগিতার আয়োজন করে হচ্ছে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
