অন্য অবতারে দুর্গাপুর আদালতে হাজির হলেন পারিজাত!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ন্যাড়া মাথা, পরনে পাঞ্জাবি। গরু কান্ডে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সোমবার এভাবেই হাজির হলেন দুর্গাপুর আদালতে। গত ৩১ জুলাই পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে পাচারকারী সন্দেহে গরু বোঝাই পিক আপ ভ্যান আটকিয়ে কয়েকজনকে চরম নিগ্রহের অভিযোগ ওঠে পারিজাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে। শনিবার পর্যন্ত পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। তবে পারিজাত বেপাত্তা ছিল।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
রবিবার গভীর রাতে ধানবাদের কাছে শেষ পর্যন্ত পুলিশ পারিজাতকে গ্রেফতার করে। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশ। কড়া নিরাপত্তায় পারিজাতকে নিয়ে আসা হয় কোকওভেন থানায়। সোমবার আদালতে তোলা হলে বিচারক জামিনের আর্জি নাকচ করে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “পারিজাত আত্মসমর্পণ করেছে।” পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “পুলিশ ধানবাদ থেকে ধরে এনেছে তাকে। অপরাধ করেছে। সেজন্য গ্রেফতার হয়েছে। আদালতে বিচার হবে। দুর্গাপুরের মানুষ ক্ষমা করবে না।” নাম না করে বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে উদ্দেশ্য করে তিনি বলেন,”সাবধানে থাকুন!” আদালত থেকে বেরোনোর সময় পারিজাত বলেন, “অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। কোনদিন করবোও না।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)
