ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু, রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পানাগড়ে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ট্রেন থেকে পড়ে গেল যাত্রী। লাইনের পাশে দীর্ঘক্ষণ পড়ে থাকল। রেল কিছু করল না। মৃত্যু হল তার। এমন অভিযোগ নিয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় স্টেশনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। শুরু হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
জানা গিয়েছে, হাওড়া গামী হুল এক্সপ্রেস থেকে পানাগড় ১০৩ নম্বর রেলগেটের কাছে পড়ে যায় ওই যাত্রী। দীর্ঘক্ষণ লাইনের পাশে পড়ে থাকে ওই ব্যক্তি। এলাকার মানুষ রেল পুলিশকে বারবার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু প্রায় কুড়ি মিনিট রেল লাইনের ধারেই পড়ে থাকে ওই জখম যাত্রী। এরপর তার মৃত্যু হয়। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা কেবিনে ইট ছুড়ে, রেল লাইনে নেমে বিক্ষোভ শুরু করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ ও রেল পুলিশ। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
