Breaking News. মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু বৃদ্ধ রোগীর

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের মহকুমা হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধ রোগীর। এই ঘটনায় মহকুমা হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নেপাল চন্দ্র দাস (৮৫)। দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথা নিয়ে নেপাল চন্দ্র দাসকে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পুরুষ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন নেপালবাবু। আয়া রাখা হয়েছিল। কিন্তু বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে খবর আসে, নেপালবাবু হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন। তারপরেই পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে নেপালবাবুর দেহ দেখেন।
ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। মৃতের বৌমা অপু দাসের অভিযোগ, “আমার শ্বশুর চিকিৎসাধীন ছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যে ঘটল এই অঘটন। হাসপাতালে নিরাপত্তার গাফিলতি রয়েছে। তা না হলে আমার শ্বশুরমশাই একা ছাদে গেলেন কী ভাবে। উপর থেকে নীচে পড়েই বা গেলেন কী করে? আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। উপযুক্ত তদন্ত করার আর্জি জানিয়েছি।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “হাসপাতালের ছাদের দরজা খোলা ছিল। কোনও কারণে ওই রোগী ছাদে উঠে গিয়েছিলেন। তারপর সেখান থেকে ঝাঁপ দেন। আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তাঁর মৃত্যু হয়। পরিবারের লোকজন হাসপাতালের সঙ্গে সেভাবে যোগাযোগ করেননি। তবুও তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এত সিসি ক্যামেরা, এত নিরাপত্তারক্ষী, তারপরেও হাসপাতালের ছাদে কীভাবে চলে গেলেন চিকিৎসাধীন রোগী? সেখান থেকে ঝাঁপ দিলের কী ভাবে, কেউ দেখল না? এটা সম্পূর্ণ হাসপাতালের গাফিলতি”, দাবি বিজেপি নেতৃত্বের। ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি বলেন, “বিষয়টি শুনেছি। কীভাবে রোগী হাসপাতালের ছাদে উঠলেন তা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন। বিরোধীদের সবেতেই বিরোধিতা করা কাজ।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

